লকডাউনে দুই ছাদ যখন টেনিস কোর্ট, সাথে বিশাল চমক - A Big Chapter
বর্তমানের করোনা পরিস্থিতি কত কিছুই না বদলে দিয়েছে, লকডাউনে ঘরোয়া একঘেয়েমি জীবনে সবাই রয়েছে। এরমাঝেও কেউ কেউ বেঁছে নিয়েছে ভিন্ন উপায় যার কারনে হয়েছে বিশ্বব্যাপী আলোচিত। তেমনি ইতালির এই তরুনী ভিটুরিয়া ওলিভার (১৪) এবং তার প্রতিবেশী ক্যারোলা প্যাসিনা। তাদের টেনিস খেলার খুব ইচ্ছে থাকলেও লকডাউনে এটার কোনো সুযোগ ছিলো না তাই তারা এক ছাদ থেকে অন্য ছাদে তাদের কোর্ট বানিয়ে নেয়। এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হলে তা ভাইরাল হয়ে যায় মূহুর্তের মধ্যেই। সাথে সাথেই তারা টেনিস বিশ্বের সাথে পরিচিত হয়ে উঠে। যোগাযোগ করা হয় ATP এর পক্ষ থেকে এবং এই ভিডিওটি তাদের অফিসিয়াল পেজ এ আপলোড করা হয়। পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে তারা জানায় যে তাদের প্রিয় খেলোয়াড় Federer's এবং পরবর্তী সাক্ষাৎকারের সময় তাদের সেই প্রিয় খেলোয়াড় তাদের সামনে এসে তাদের অবাক করে দেয়। পরবর্তীতে তারা Federer এর সাথে টেনিস খেলায় মেতে উঠেন। এবং সর্বশেষ এ তাদের ভর্তি করে নিলেন Federer এর একাডেমিতে।

No comments